Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবার পরিকল্পনাকেন্দ্র

অত্র ইউনিয়নের স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোতে অত্র ইউনিয়নের জনগণ সিএজি ও অটোরিস্কা যোগে অতি সহযে স্বাস্থ্য সেবা কেন্দ্র পৌছাতে পারে। এখানে ৩টি কমিনিটি ক্লিনিক চালু আছে এসব কেন্দ্রে অত্র এলাকার মানুষ পায়ে হেটে বা ৫টাকা ভাড়া দিয়ে গাড়ি করে যেতে পারে।

  • কী সেবা কীভাবে পাবেন
  • প্রদেয় সেবাসমুহের তালিকা
  • সিটিজেন চার্টার
  • সাধারণ তথ্য
  • সাংগঠনিক কাঠামো
  • কর্মকর্তাবৃন্দ
  • তথ্য প্রদানকারী কর্মকর্তা
  • কর্মচারীবৃন্দ
  • বিজ্ঞপ্তি
  • ডাউনলোড
  • আইন ও সার্কুলার
  • ফটোগ্যালারি
  • প্রকল্পসমূহ
  • যোগাযোগ

কী সেবা কীভাবে পাবেন

সময়ঃ সকাল ০৮ ঘটিকা হইতে ০২.৩০ মিনিট পর্যন্ত বিনা মূল্যে প্রদেয় সেবা সমূহ

 

পরিবার পরিকল্পনা অস্থায়ী পদ্ধতিঃ

০১. খাবার বড়ি‌ স্থায়ী পদ্ধতি (বিশেষ কার্যক্রম)

০২. ইনজেকশন ০১. টিউবেকটমি

০৩. আই, ইউ, ডি (কপারটি)

০২. ভ্যাসেকটমি/ ছুরিবিহীন অপারেশন (NSV)

০৪. কনডম

 

মা ও শিশু স্বাস্থ্য সেবা

০১. গর্ভকালীন প্রসব কালীন ও প্রসোবত্তর সেবা

০২. মাসিক নিয়মিত করন (এম,আর) সেবা

০৩. নবজাতক ও ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের সেবা

০৪. শিশুদের বিসিজি, বিপিটি, পলিও ও হামের টিকা

০৫. মহিলাদের ধনুষ্টাংকারের টিকা

০৬. কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ

০৭. শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্শ

০৮. মা ও শিশুদের পুষ্টি সম্পর্কিত পরামর্শ

০৯. স্বাস্থ্য, শিক্ষা প্রদান।