অত্র ইউনিয়নের স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোতে অত্র ইউনিয়নের জনগণ সিএজি ও অটোরিস্কা যোগে অতি সহযে স্বাস্থ্য সেবা কেন্দ্র পৌছাতে পারে। এখানে ৩টি কমিনিটি ক্লিনিক চালু আছে এসব কেন্দ্রে অত্র এলাকার মানুষ পায়ে হেটে বা ৫টাকা ভাড়া দিয়ে গাড়ি করে যেতে পারে।
সময়ঃ সকাল ০৮ ঘটিকা হইতে ০২.৩০ মিনিট পর্যন্ত বিনা মূল্যে প্রদেয় সেবা সমূহ
পরিবার পরিকল্পনা অস্থায়ী পদ্ধতিঃ
০১. খাবার বড়ি স্থায়ী পদ্ধতি (বিশেষ কার্যক্রম)
০২. ইনজেকশন ০১. টিউবেকটমি
০৩. আই, ইউ, ডি (কপারটি)
০২. ভ্যাসেকটমি/ ছুরিবিহীন অপারেশন (NSV)
০৪. কনডম
মা ও শিশু স্বাস্থ্য সেবা
০১. গর্ভকালীন প্রসব কালীন ও প্রসোবত্তর সেবা
০২. মাসিক নিয়মিত করন (এম,আর) সেবা
০৩. নবজাতক ও ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের সেবা
০৪. শিশুদের বিসিজি, বিপিটি, পলিও ও হামের টিকা
০৫. মহিলাদের ধনুষ্টাংকারের টিকা
০৬. কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ
০৭. শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্শ
০৮. মা ও শিশুদের পুষ্টি সম্পর্কিত পরামর্শ
০৯. স্বাস্থ্য, শিক্ষা প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস